top of page

৭৫ টাকায় গ্যাস আমদানি করে ১২-১৭ টাকায় বিক্রি, জ্বালানি খাতের টেকসই সমাধান নয়: জালাল আহমেদ

Apr 20, 2025

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ জেলা প্রতিনিধি:- পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব বিষয়ে তরুণ শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা ও নেতৃত্ব গড়ে তুলতে বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম প্রাঙ্গণে রোববার (২০ এপ্রিল) অনুষ্ঠিত হলো দেশের প্রথম বৃহৎ আয়োজিত দুই দিনব্যাপী ‘সবুজ জ্বালানি অলিম্পিয়াড ২০২৫’ (Green Energy Olympiad 2025) এর চূড়ান্ত পর্ব বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়ন বিষয়ক কর্মজোট (বিডব্লিউজিইডি) এবং উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন)-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই অলিম্পিয়াড শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়; এটি একটি জাতীয় মঞ্চ যেখানে তরুণেরা যুক্তি, বিশ্লেষণ এবং নেতৃত্বের মাধ্যমে পরিবেশ রক্ষায় নিজেদের প্রতিশ্রুতি প্রকাশের সুযোগ পাচ্ছে।সবুজ জ্বালানি অলিম্পিয়াড ২০২৫-এর চূড়ান্ত পর্বের সমাপনী বক্তব্যে তরুণদের নীতিনির্ধারনী পর্যায়ের সম্পৃক্ততা নিয়ে জনাব জালাল আহমেদ, চেয়ারম্যান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বলেন, ২০২৬ সালের মধ্যে গার্মেন্টস সেক্টরের ছাদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনে আমরা জোরালো প্রচেষ্টা চালাচ্ছি। কারন, ৭৫ টাকায় গ্যাস আমদানি করে ১২-১৭ টাকায় বিক্রি করা কোনোভাবেই টেকসই সমাধান নয়। এর চেয়ে অনেক বেশি টেকসই ও ব্যয়সাশ্রয়ী হবে যদি আমরা ছাদভিত্তিক সৌরবিদ্যুতের দিকে প্রত্যাবর্তন করি। গ্রিন এনার্জি নিয়ে তরুণদের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের সম্পৃক্ততা আরও বাড়ানো প্রয়োজন। এখন সময় এসেছে নবায়নযোগ্য জ্বালানিকে যথার্থ গুরুত্ব দেওয়ার।” তিনি আরো বলেন, “সৌরবিদ্যুতের দাম বর্তমানে যথেষ্ট সাশ্রয়ী এবং আমাদের লক্ষ্য পূরণে আমরা সম্পূর্ণভাবে সক্ষম। মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট নীতিমালাও দ্রুত অনুমোদনের অপেক্ষায় আছে, যা নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সহায়ক হবে।”উক্ত সভায় জনাব জাহিদুল আলম, ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি সমিতি (BSREA) বলেন, “সোলার হোম সিস্টেম প্রথম বাংলাদেশে চালু হওয়ার সময়ের তুলনায় এখন এর খরচ প্রায় ১০ গুণ কমেছে,বিশেষ করে রুফটপ সোলার ব্যবস্থার মাধ্যমে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে বিদ্যুৎ চাহিদার একটি বড় অংশ মেটানো সম্ভব। আমাদের ৪০% নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য পূরণে শুধু সৌর নয়, বায়ু বিদ্যুতের দিকেও গুরুত্ব দিয়ে এগোতে হবে।”

উক্ত সভা সঞ্চালনাকালে জনাব হাসান মেহেদী, প্রধান নির্বাহী, উপকূলীয় জীবনযাত্রা এবং পরিবেশ কর্মজোট (ক্লিন) বলেন, “বাংলাদেশের জ্বালানি ভবিষ্যৎ কেবল বিদ্যুৎ উৎপাদনের প্রশ্ন নয়, এটি ন্যায্যতা, পরিবেশ এবং প্রজন্মান্তরের নিরাপত্তার প্রশ্ন। এখনই সময়, বিদেশনির্ভর জীবাশ্ম জ্বালানি থেকে সরে এসে স্থানীয় ও টেকসই উৎসকে কেন্দ্র করে ন্যায্য জ্বালানি রূপান্তরের পথে এগিয়ে যাওয়ার। জ্বালানি সেক্টরে তরুণদের স্বতঃস্ফুর্ত সম্পৃক্ততা এখন অতীব আবশ্যক।” অলিম্পিয়াড চ্যাম্পিয়ন আরাফাত জুলফিকার বলেন, “জিও অলিম্পিয়াড এমন এক প্ল্যাটফর্ম, যা সব সেক্টর ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একত্র করেছে। নবায়নযোগ্য জ্বালানির এই টেকসই আন্দোলন অব্যাহত থাকুক।”সবুজ জ্বালানি অলিম্পিয়াড ২০২৫ (GEO 2025) একটি দেশব্যাপী শিক্ষাবিষয়ক প্রতিযোগিতা, যা পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি ও নেতৃত্ব গড়ার লক্ষ্যে আয়োজিত হয়েছে। এই প্রতিযোগিতায় ১৫০টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪,৯০০ শিক্ষার্থী অংশগ্রহণ করছে। প্রতিযোগিতাটি ছয়টি ধাপে অনুষ্ঠিত হয়েছে, যেখানে অংশগ্রহণকারীদের জ্ঞান, বিশ্লেষণ এবং যুক্তি উপস্থাপনের মাধ্যমে মূল্যায়ন করা হয়। এই আয়োজনে উপস্থিত সকলেই তাদের সমর্থন ও গুরুত্ব আরোপ করেছেন, যা তরুণদের পরিবেশ সংরক্ষণ এবং নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে নেতৃত্ব গড়ার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

 

News Link: ৭৫ টাকায় গ্যাস আমদানি করে ১২-১৭ টাকায় বিক্রি, জ্বালানি খাতের টেকসই সমাধান নয়: জালাল আহমেদ

bottom of page